তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, গ্যাস সিলিন্ডার, গ্যাস কাটার মেশিন ও লোহা কাটার একাধিক যন্ত্র উদ্ধার হয়।
দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ১৯ নভেম্বর ২০২৩: কারখানায় ডাকাতি করার আগেই ২টি পাইপ গান ও কার্তুজ সহ ধরা পড়ে গেল ৯ জন দুষ্কৃতী। আটক করা হয়েছে গাড়ি। সেই গাড়ি থেকে উদ্ধার হয়েছে জাল নম্বর প্লেট। শনিবার গভীর রাতে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কের ধারে কাঁকসার ২ নম্বর কলোনি এলাকার একটি কারখানায় ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, কারখানার সামনে একটি লরি ও একটি মারুতি ভ্যান দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয়। সেই দুটি আটকাতেই দুষ্কৃতীদের ছক ফাঁস হয়ে যায়। তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, গ্যাস সিলিন্ডার, গ্যাস কাটার মেশিন ও লোহা কাটার একাধিক যন্ত্র উদ্ধার হয়। ধৃতদের বাড়ি বীরভূম ও আউশগ্রামের বিভিন্ন এলাকায়।
রবিবার সকালে তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতদের চারজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করছে পুলিশ। কিছুদিন আগে কাঁকসার একটি বন্ধ কারখানায় ডাকাতি হয়। সেই ঘটনার সঙ্গে এরা জড়িত কিনা সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ। দ্রুত কিনারা করার আশ্বাস দিয়েছেন এসিপি (কাঁকসা) সুমন কুমার জয়সওয়াল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।