দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩ ফেব্রুয়ারি ২০২৪: প্রায় দেড় লক্ষ টাকার মার্বেল চুরি হল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের গোপালমাঠে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে মার্বেল বিক্রির দোকান থেকে। ২৬ জানুয়ারি চুরি হয় মার্বেল। তদন্তে নেমে চুরির কিনারা করে ফেলে দুর্গাপুর থানার ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ।
প্রথমে ১ ফেব্রুয়ারি তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃত শামিম মোল্লা, শেখ নাজির ও লাল্টু কুমার দাসকে হেফাজতে নিয়ে তাদের জেরা করে শুক্রবার গভীর রাতে দুর্গাপুর থানা এলাকার নঈমনগর থেকে গ্রেফতার করা হয় নূর মোহাম্মদকে। তার ঘর থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া মার্বেল।
এই চারজন যে গাড়িতে করে মার্বেল চুরি করেছিল সেই গাড়িটিতে নকল নাম্বার প্লেট বসানো আছে বলে জানতে পেরেছে পুলিশ। ইতিমধ্যেই ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। গাড়িটিও তারা কোথাও থেকে চুরি করেছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।