দুর্গাপুর: ট্রলি ব্যাগে লুকিয়ে গাড়িতে করে গাঁজা পাচার। দুর্গাপুরে গ্রেফতার ৪। বাজেয়াপ্ত গাড়ি সহ ৭৫ কেজি গাঁজা। বৃহস্পতিবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়। ধৃতরা হল দুর্গাপুরের রামকৃষ্ণপল্লীর ভরত কুমার জয়সওয়াল, মুর্শিদাবাদের রানী নগরের আনারুল ইসলাম, দিলদার মন্ডল ও আব্দুল খালেক শেখ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় একটি সাদা রংয়ের গাড়ি দুর্গাপুরের গ্যামন ব্রিজের দিক থেকে রাতুরিয়া অঙ্গদপুর শিল্পতালুকের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ওই রাস্তায় নাকা চেকিং শুরু করে। আটকানো হয় গাড়িটি। গাড়ির ভেতর তখন চালক সহ চারজন ছিল। ডিকি খুলতেই বেরিয়ে আসে ট্রলি ও কালো রঙের ব্যাগ। সেগুলি খুলতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ গাঁজা। তৎক্ষণাৎ গাড়ি থেকে চার জনকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় প্রায় ৭৫ কেজি গাঁজা। যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মুর্শিদাবাদের রানী নগরের তিনজন ওড়িশার বারবিল থেকে ট্রেনে গাঁজা চাপিয়ে ধানবাদ হয়ে দুর্গাপুর স্টেশনে নিয়ে আছে। সেখান থেকে বেনাচিতির রামকৃষ্ণপল্লীর ভরত কুমার জয়সওয়াল গাড়িতে গাঁজা তোলে। সেই গাঁজা নিয়ে গাড়িতে করে চারজনে মিলে রাতুড়িয়া অঙ্গদপুরের রাস্তা ধরে ওয়ারিয়ার দিকে যাচ্ছিল। সেখানেই পাচারের কথা ছিল। তার আগেই তারা ধরা পড়ে যায়।ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন, “চারজনকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ৭৫কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে এই চক্রের পিছনে আরও কেউ জড়িত আছে কি না তা জানার চেষ্টা করা হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।