প্রয়াত রাজু ঝা এর ছায়া সঙ্গী গ্রেফতার

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ আগস্ট ২০২৩: অস্ত্র আইনে গ্রেফতার প্রয়াত রাজু ঝা এর ছায়া সঙ্গী। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম উৎপল ওরফে গণেশ রায়। একসময় রাজু ঝা এর মতোই বিজেপির কেন্দ্রীয় নেতাদের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন গণেশ রায়।
সোমবার রাতে দুর্গাপুরের মেনগেট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও দু’রাউন্ড কার্তুজ সহ তাকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশি হেফাজত চেয়ে মঙ্গলবার ধৃতকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। বেআইনি কয়লা সংক্রান্ত একাধিক পুরনো মামলা রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।