দুর্গাপুর দর্পণ, গলসি, ১১ মার্চ ২০২২: এক মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গলসি থানার পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতরা হল গলসির বড়মুড়িয়া গ্রামের বাসিন্দা শেখ নিয়াজ আখতার ও কুলগড়িয়ার বাসিন্দা শেখ কিবরিয়া।
জানা যায়, বুদবুদের শ্যামসুন্দরপুরের বাসিন্দা রকি মল্লিক মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিল গলসিতে। কুলগড়িয়া থেকে বুদবুদ ফেরার সময় টোটোর ভাড়া নিয়ে রকির সাথে বচসা হয়। তখনই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। রকির পরিবার গলসি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
পুলিশ অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে। ধৃত দু’জনকে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।(খবরের জন্য যোগাযোগ- 9635011474. বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন।)