দুর্গাপুর: গত ২৬ অক্টোবর কাজে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ডিএসপির র-মেটেরিয়াল হ্যান্ডেলিং প্লান্টের আধিকারিক সমিত ভট্টাচার্য (৫৪)। প্রায় ১৫ ঘন্টা নিখোঁজ থাকার পরে গভীর রাতে তাঁর দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁর ছেলে থানায় বাবাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন। তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মঙ্গলবার সিটি সেন্টারের সেল কো-অপারেটিভের বাঘাযতীন স্ট্রিট এলাকায় মৃতের বাড়িতে যান এসিপি দুর্গাপুর সুবীর রায়। মৃতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “খুনের মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে।” জানা গিয়েছে, যে লিফটের নিচে সুমিতবাবুর দেহ পাওয়া গিয়েছিল, সেখান থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে ফরেন্সিক বিভাগ। ময়নাতদন্ত ও ফরেন্সিক রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।