জাতীয় সড়কের গার্ডওয়ালে ধাক্কা লেগে উল্টে গেল পুলিশের গাড়ি
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ জুলাই ২০২৪: জাতীয় সড়কের গার্ডওয়ালে ধাক্কা লেগে উল্টে গেল পুলিশের গাড়ি। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের গোপালমাঠ সংলগ্ন বনগাঁ মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে। গুরুতর জখম হন চার পুলিশ কর্মী ও গাড়ির চালক। জানা গিয়েছে, বুধবার আসানসোল থেকে এক অভিযুক্তকে বর্ধমানের একটি থানায় নিয়ে গিয়েছিলেন পুলিশ কর্মীরা। ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
আসানসোল পুলিশ লাইনের গাড়িতে করে তিন কনস্টেবলকে নিয়ে পুলিশ আধিকারিক স্বপন নাগ গিয়েছিলেন বর্ধমান। বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ আসানসোল ফেরার সময় দুর্গাপুরের গোপালমাঠ সংলগ্ন বনগাঁ মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িটি ধাক্কা মারে গার্ডওয়ালে।রেলিং ভেঙে গাড়িটি সার্ভিস রোডে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পুলিশ আধিকারিক স্বপন নাগ এবং তিন কনস্টেবল ও গাড়ির চালককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে পুলিশ। গান্ধী মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে সবাইকে ভর্তি করা হয়। সবার অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ভোরে গাড়ি চালাতে চালাতে চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।