দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ সেপ্টেম্বর ২০২৩: শনিবার রাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার বামুনাড়া শিল্পতালুক থেকে ৮ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সঙ্গে থাকা দুটি চারচাকা গাড়ি। রবিবার সকালে তাদের দুর্গাপুর আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে শিল্পতালুকে দুটি চারচাকা গাড়ি নিয়ে তারা আসে। পুলিশ জানায়, কারখানায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা। তখনই অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। গাড়ির মধ্যে কিছু সরঞ্জাম পাওয়া যায় যা ডাকাতির উদ্দেশ্যে আনা হয়েছিল বলে মনে করছে পুলিশ।
আরও পড়ুন- এক ঘন্টার মধ্যে লোনের ৯৫ হাজার টাকা উধাও
পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে জাহির খান, জাবির খান, সাবির খান, বিমল কুমার ও সঞ্জয় সাউ দুর্গাপুরের বাসিন্দা এবং সুরজ ঘোষ, মানু শর্মা, রাজু রাম হাওড়ার বাসিন্দা। পুলিশি হেফাজত চেয়ে রবিবার ধৃতদের পাঠানো হয় দুর্গাপুর আদালতে। তাদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত তা খুঁজে বের করার পরিকল্পনা করছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।