September 28, 2023

আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার বদল

দুর্গাপুুর দর্পণ, আসানসোল, ১ আগস্ট ২০২৩: আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ( Asansol Durgapur Police Commissionerate) পুলিশ কমিশনার বদল করা হল। এতদিন পুলিশ কমিশনার ছিলেন সুধীর কুমার নীলকান্তম। তাঁর জায়গায় নতুন পুলিশ কমিশনার হলেন সুনীল কুমার চৌধুরী। এত দিন তিনি IGP CID পদে কর্মরত ছিলেন। অন্যদিকে সুধীর কুমার নীলকান্তম OSD in WBPD in the rank of DIG পদে গেলেন।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: