পুলিশের গাড়ি চাপা পড়ে মৃত কিশোর, জখম ২, পুলিশ-জনতা খন্ডযুদ্ধ নদিয়ায়

দুর্গাপুর দর্পণ, ধানতলা, ৩০ মে ২০২৩: পুলিশের গাড়ি চাপা পড়ে মৃত এক কিশোর। জখম আরও দুই জন। পুলিশ-জনতা খন্ডযুদ্ধে কার্যত রণক্ষেত্র নদিয়ার (Nadia) ধানতলা থানার কুলগাছি এলাকা। চরম উত্তেজনা এলাকা জুড়ে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, মৃতের নাম আকাশ রায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রাতে চোর ধরাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দিন দিন গরু চুরির ঘটনা বেড়েই চলেছে। পাশেই বাংলাদেশ সীমান্ত। কিন্তু পুলিশ কিছুই করছে না বলে অভিযোগ। গত রাতে এলাকাবাসীরা দু’জন চোরকে হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি করেন।
খবর পেয়ে পুলিশ সেই চোরকে উদ্ধার করতে গেলে এলাকাবাসী পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে দেন। পুলিশের সঙ্গে ব্যাপক অশান্তি শুরু হয়। পুলিশ সেখান থেকে পালাতে গেলে পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে যায় কয়েকজন। মৃত্যু হয় এক বালকের। জখম আরও দুজনকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।