দুর্গাপুর দর্পণ, ৪ জুলাই ২০২৪: বিহারের বেউর জেলে বসে এই রাজ্যের বাংলার বিভিন্ন প্রান্তে শুট আউট, ডাকাতি, খুনের মত অপরাধ সংগঠিত করত কুখ্যাত ‘গ্যাংস্টার’ সুবোধ সিং। সে এখন এই রাজ্যের সিআইডি হেফাজতে। পুলিশ সূত্রে খবর, গোল্ড লোন প্রদানকারী সংস্থা, সোনার দোকান এবং ব্যাঙ্ক ডাকাতি করে প্রায় ৩০০ কোটি টাকার সোনা রয়েছে তার কব্জায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে সুবোধ সিংয়ের নামে নানা অভিযোগ। সব দেখে শুনে তৎপরতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) রানিগঞ্জের সোনার দোকানে দিনে দুপুরে ভয়ংকর ডাকাতির ঘটনা ঘটে। সেই ডাকাতির ঘটনাতেও সে জড়িত। সেই ঘটনার পর থেকেই বাংলা-ঝাড়খন্ড সীমান্তে বেড়েছে নজরদারি।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
কিশোরীর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ধুন্ধুমার কান্ড
সোনার দোকানের কর্মী এবং ব্য়াঙ্কের আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার জরুরী বৈঠক করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত এই বৈঠকে নানা সচেতনামূলক বার্তা দেন এসিপি (দুর্গাপুর) সুবীর রায় এবং দুর্গাপুর থানার আধিকারিকেরা। পুলিশ জানায়. প্রতিটি সোনার দোকানে সিসি ক্যামেরা ঠিক রাখতে হবে। নিরাপত্তা এলার্ম ঠিক রাখতে হবে। সন্দেহ ভাজন কাউকে দেখলে তৎক্ষণাৎ স্থানীয় পুলিশকে জানাতে হবে। এসিপি বলেন, “শুধু আজকেই নয়, এই ধরণের বৈঠক আমাদের মাঝে মধ্যেই হয়ে থাকে। আমরা সোনার দোকানের কর্মীদের পাশাপাশি ব্যাঙ্কের আধিকারিকদেরও সচেতন করলাম। নিরাপত্তার সমস্ত কিছু ঠিক রাখার পরামর্শ দিলাম। অপরাধ দমন করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সব সময় তৎপর রয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।