দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ ফেব্রুয়ারি ২০২৪: ভুল পরীক্ষা কেন্দ্রে চলে গেল পরীক্ষার্থী। হাতে মাত্র আধঘন্টা। অসহায় অবস্থা তখন তার। সেই অবস্থা থেকে তাকে বের করল পুলিশ। সঠিক সময়েই সঠিক পরীক্ষা কেন্দ্রে তাকে পৌঁছে দিল। পুলিশকে ধন্যবাদ দিল পরীক্ষার্থী ও তাঁর মা।
পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের রামকৃষ্ণ পল্লী বিবেকানন্দ বিদ্যাপীঠের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হয়েছে বি-জোনের বিধান স্কুলে। সেখানে না গিয়ে ভুলবশত ভিড়িঙ্গি টিএন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা দিতে চলে আসে রামকৃষ্ণ বিবেকানন্দ পল্লী বিদ্যাপীঠের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী বিপ্লব পাল।
ওই পরীক্ষা কেন্দ্রের পর্যবেক্ষকরা তাকে বলেন, তার পরীক্ষা কেন্দ্র বিধান স্কুলে। তখন সাড়ে ৯টা বেজে গিয়েছে। আধ ঘন্টায় নিজের পরীক্ষা কেন্দ্রে কীভাবে পৌঁছাবে সে, হতভম্ব হয়ে পড়ে বিপ্লব। কী করবে ভেবে কুল পাচ্ছিলেন না বিপ্লবের মা। তৎক্ষণাৎ ফরিদপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মদনমোহন দত্ত তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। পুলিশের গাড়িতে করে তিনি বিপ্লবকে নিজের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।