যুবক খুনের পিছনে কি পরকীয়া সম্পর্ক?

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের গোপালপুরের উত্তরপাড়ায় তৃণমূল কর্মী এক যুবককে মাঝরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠেছে এলাকার সুদ কারবারি শম্ভু দাসের বিরুদ্ধে। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে। জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি। পুলিশ জানিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম পবিত্র বিশ্বাস (২৭)। বাড়ি গোপালপুর উত্তরপাড়ায়। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
পুলিশ সূত্রে খবর, শম্ভু দাসের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক ছিল পবিত্রর। মঙ্গলবার রাতে পবিত্রকে শম্ভুর বাড়িতে আসতে দেখে তাকে পিটিয়ে এবং শ্বাস রোধ করে খুন করা হয় বলে অভিযোগ। শম্ভুর দুটি বিলাসবহুল বাড়ি। বাড়িতে রয়েছে নামিদামি বহু গাড়ি। দীর্ঘদিন ধরে এলাকায় দাপটের সাথে সুদ কারবার করত। এলাকাবাসীকে অকথ্য ভাষায় গালিগালাজ করত। দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা কী করে চলছে এই এলাকায়? কেন ব্যবস্থা নেয়নি পুলিশ? স্থানীয়রা সেই সব প্রশ্ন তুলছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।