সেপকো টাউনশিপে অসামাজিক কাজকর্মের অভিযোগ, তদন্তে এল পুলিশ

সেপকো টাউনশিপে অসামাজিক কাজকর্মের অভিযোগ, তদন্তে এল পুলিশ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সেপকো টাউনশিপের একটি বাড়িতে অসামাজিক কাজকর্মের অভিযোগ উঠেছে। টাউনশিপের ১৫, ১৫/এ ১৫এ/১ নম্বর স্ট্রিটের বাসিন্দারা মহকুমাশাসক, পুর নিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, পুলিশ কমিশনার সহ নানা জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের তদন্তে বৃহস্পতিবার পুলিশ ওই বাড়িতে তদন্তে যায়।

স্থানীয়দের অভিযোগ, সেপকো টাউনশিপের ওই তিনতলা বাড়িতে রাত বাড়লেই কিশোরী ও তরুণীদের আনাগোনা বাড়ছে। বড় গাড়িতে চেপে আসছে যুবকের দল। সম্প্রতি একটি এমন ভিডিও ভাইরাল হয়েছে। দুর্গাপুর আদালত ও হাইকোর্টের এক মহিলা আইনজীবী লিখিত অভিযোগ দায়ের করেন প্রশাসনের কাছে। বৃহস্পতিবার বিকেলে ওই ভাড়া বাড়িতে প্রায় এক ঘন্টা ধরে তদন্ত করে পুলিশ।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

প্রতিবেশী মহিলা সীমা সিংহের অভিযোগ, “ওই বাড়ি থেকে নানা রকম আপত্তিকর জিনিস আমাদের বাড়িতে ছুড়ে ফেলা হয়। ভাড়াবাড়ির ভেতর নানা অসামাজিক কাজকর্ম চলে। যুবক যুবতীদের গভীর রাত পর্যন্ত দেখা যায়। আমরা চাইছি, পাড়ার ভিতরে দ্রুত এসব বন্ধ হোক।” বাড়ির মালিক দেবাশিস সেন থাকেন ডিএসপি টাউনশিপের কাশীরাম দাস রোডে। বাড়ির ইনচার্জ দিব্যেন্দু কোলের দাবি, “অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই বাড়িতে ভাড়া থাকে অনেকে। কেউ ড্যান্স বারে কাজ করে, কেউ আবার অন্য কোথাও। কোনও আপত্তিকর জিনিস কারোর বাড়িতে ফেলা হয় না। পুলিশ তদন্ত এসেছে। আমরা পূর্ণ সহযোগিতা করেছি।” মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় জানান, অভিযোগ এসেছে। তদন্ত চলছে। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
সেপকো টাউনশিপে অসামাজিক কাজকর্মের অভিযোগ, তদন্তে এল পুলিশ
News
সেপকো টাউনশিপে অসামাজিক কাজকর্মের অভিযোগ, তদন্তে এল পুলিশ
:
দুর্গাপুর আদালত ও হাইকোর্টের এক মহিলা আইনজীবী লিখিত অভিযোগ দায়ের করেন প্রশাসনের কাছে। বৃহস্পতিবার বিকেলে ওই ভাড়া বাড়িতে প্রায় এক ঘন্টা ধরে তদন্ত করে পুলিশ।
Published By
Publisher
Durgapur Darpan
Publisher Logo
error: Content is protected !!