দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৩ জানুয়ারি ২০২৪: গত বৃহস্পতিবার রবীন্দ্র সদনের সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলায় হাজির হয়েছিলেন লোকসংস্কৃতি গবেষক তথা পুলিশ অফিসার সুখেন্দু হীরা। সাময়িক পত্র পত্রিকা সহ লিটল ম্যাগাজিনের বিভিন্ন স্টল তিনি পরিদর্শন করেন। ‘শব্দের ঝংকার’ শারদীয়া সংখ্যা তাঁকে উপহার স্বরূপ তুলে দেওয়া হয়।
তাঁর বহু লেখা রাজ্যের বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে এই সাহিত্য উৎসবে। বিভিন্ন পত্রিকায় নিয়মিত গবেষণাধর্মী লেখা প্রকাশিত হয় তাঁর। কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। ৩ মার্চ মঙ্গলকোটের কোগ্রামে কুমুদ সাহিত্য মেলায় প্রতিবারের মত এবারেও সুখেন্দুবাবু যাবেন বলে জানিয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।