দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ১৭ অক্টোবর ২০২৩: দুর্গাপুজো আসছে। কোনও রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলা জুড়ে পুলিশ অবৈধ মদের কারবার, জুয়ার ঠেকের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে। জুয়ার থেকে হানা দিয়ে রবিবার রাতে নগদ টাকা সহ ১২ জনকে গ্রেফতার করেছে অন্ডাল থানার পুলিশ।
অন্ডালের মদনপুরের ডাঙালপাড়া এলাকায় জুয়া খেলা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় অন্ডাল থানার পুলিশ। ১২ জনকে গ্রেফতারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২৪ হাজার টাকা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।