
দুর্গাপুর: মেয়ের দেওয়া উপহার ফিরে পেয়ে থানায় কেঁদে ফেললেন বাবা। নিউ টাউনশিপ থানার পুলিশ এদিন চুরি যাওয়া ১৪টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেয় মালিকদের। তাঁদের মধ্যে একজন পৌঢ় ভোলানাথ সাহা। তিনি মোবাইল ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “আমার মেয়ের দেওয়া মোবাইল চুরি হয়ে গিয়েছিল। খুব কষ্ট পেয়েছিলাম। পুলিশ সেই মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল। আনন্দে কেঁদে ফেলেছিলাম।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বৃহস্পতিবার দুপুরে থানায় আয়োজিত ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠানে মোবাইল ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সাইবার প্রতারণার শিকার দুই জনের হাতে ৩৫ হাজার ও ২০ হাজার টাকা তুলে দেয় পুলিশ। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায়, সার্কেল ইন্সপেক্টর (সিআই) রণবীর বাগ, ওসি নাসরিন সুলতানা সহ পুলিশ আধিকারিকরা। এসিপি সুবীর রায় বলেন, “কারওর ছ’মাস, কারওর এক বছর, কারওর তারও আগে মোবাইল চুরি গিয়েছিল। দু’জন সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন। নিউ টাউনশিপ থানার পুলিশ মোবাইল ও টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল মালিকদের হাতে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
