দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ফুলঝোড় মোড়ে সিপিএমের বাইক মিছিল আচমকা আটকে দেওয়ায় রবিবার উত্তেজনা ছড়ায়। শিল্প, কলকারখানা, কাজের দাবি এবং সংবিধান রক্ষার ডাক দিয়ে এই মিছিল বের হয় ফুলঝোড়ের আম্মা কলোনি থেকে।
ফুলঝোড় মোড়ে পুলিশ বাইক মিছিল আটকে দিতেই পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় সিপিএম কর্মীদের। তবে শেষ পর্যন্ত পুলিশ সরে যাওয়ায় মিছিল বেরিয়ে যায়। দুর্গাপুরের ২৩, ২৪, ২৫, ২৬ নম্বর ওয়ার্ড ঘুরে মিছিল শেষ হয় ডিডিএ মার্কেটে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 0343-2538468 )
সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, “রাজ্য আর কেন্দ্রীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে মিছিল। পুলিশ তৃণমূলের বাইক মিছিল আটকায় না, বিজেপির আটকায় না কিন্তু সিপিএমের মিছিল আটকায়। তবে মিছিল আটকে কোনও লাভ হবে না। আন্দোলন চলবে। এ বিষয়ে দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা বলেন, “নিশ্চয়ই অনুমতি ছাড়া মিছিল করেছিল সিপিএম। তা নাহলে পুলিশ আটকাবে কেন?’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।