দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে সরগরম হয়ে ওঠে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর। ডিভিসির তাপবিদ্যুৎ কারখানা ডিটিপিএসের সম্প্রসারণ কাজ শুরু হয়েছে। সেজন্য বেআইনি দখলদারদের সরে যেতে বলেছেন কর্তৃপক্ষ। বস্তিবাসীরা পুনর্বাসনের দাবিতে আন্দোলন করছেন দীর্ঘদিন ধরেই।
মঙ্গলবার ডিটিপিএস পরিদর্শনে আসেন ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমার। সেই খবর পেয়ে পুনর্বাসনের দাবিতে দুর্গাপুরের ৩ নম্বর ব্লক তৃণমূল তপশিলি সেলের সভাপতি সেকেন্দর মল্লিকের নেতৃত্বে আন্দোলন শুরু করে দেন বস্তিবাসীরা। পাল্টা আন্দোলন করতে থাকেন তৃণমূল সমর্থিত ঠিকা শ্রমিকরা। পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর থানার পুলিশ পৌঁছালে পুলিশের সাথে শুরু হয় বচসা। দুই পক্ষের অশান্তি থামাতে হিমসিম দশা হয় পুলিশের।( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
কারখানার ঠিকা শ্রমিক শিব শংকর ব্যানার্জি বলেন, “কারখানা সম্প্রসারণ না হলে অন্ধকারে ডুবে যাবে এলাকা। কিছু সমাজ বিরোধী, ধাপ্পাবাজ তৃণমূলের কর্মী কারখানার বিরুদ্ধে আন্দোলন করছে। আমরা তার প্রতিবাদ করছি। দ্রুত কারখানা সম্প্রসারণ হোক। আমরা সমস্ত রকম সহযোগিতা করব।” বস্তিবাসীদের সঙ্গে আন্দোলনে সামিল হয়ে ব্লক তৃণমূল তপশিলি সেলের সভাপতি সিকান্দার মল্লিক বলেন, “আমরা চাই কারখানার সম্প্রসারণ হোক। কিন্তু যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদেরকে পুনর্বাসন দেওয়ার পরেই এই কাজ হোক। পুনর্বাসনহীন উচ্ছেদ বলে বস্তিবাসীরা যাবে কোথায়। আমরা তার প্রতিবাদে নেমেছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।