সাইবার ক্রাইমের শিকার ভাইবোন, পুলিশ উদ্ধার করল প্রায় ১ লক্ষ টাকা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ সেপ্টেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় সাইবার ক্রাইমের কবলে পড়ে দিদি মণীষা দাস ও ভাই শিবেন্দু ব্যানার্জির মোট ৯০ হাজার ২০ টাকা খোওয়া যায়। ঘটনার সূত্রপাত ২ মে। সেদিন একটি ফর্ম পূরণের জন্য ফোন করে অন্যপ্রান্ত থেকে ১০ টাকা চাওয়া হয়। সঙ্গে একটি ওটিপি পাঠানো হয়। তাঁদের কাছে সেই ওটিপি জানতে চাওয়া হয়। তাঁরা সেটি জানিয়ে দেন।
এরপরেই প্রথমে শিবেন্দুর ক্রেডিট কার্ড থেকে কখনও ২০ হাজার, কখনও ৬৫ হাজার টাকা কেটে নেওয়া হয়। মণীষার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও টাকা কেটে নেওয়া হয়। নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। পুলিশ তদন্ত শুরু করে। শেষ পর্যন্ত খোওয়া যাওয়া পুরো টাকা পুলিশ উদ্ধার করে তাঁদের অ্যাকাউন্টে ফিরিয়ে দিতে পেরেছে। পুলিশের এই ভূমিকায় খুশি ভাই-বোন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।