অভিযুক্তকে নিয়ে গিয়ে খুনের ঘটনার পুনর্নিমাণ করল কোকওভেন থানা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কোকওভেন থানার ৩০ নম্বর ওয়ার্ডের ভগৎ পল্লী এলাকায় ২৭ মে একজনের রডের ঘায়ে মৃত্যু হয় আর এক জনের। অভিযুক্ত যুবক থানায় গিয়ে আত্মসমর্পন করে। তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। রবিবার সেই অভিযুক্ত পিন্টু বাউড়িকে নিয়ে ঘটনার পুননির্মাণ করল পুলিশ। কোকওভেন থানার বিশাল পুলিশবাহিনী উপস্থিত ছিল।
স্থানীয় সূত্রে জা’না যায়, পেশায় ট্যাঙ্কার চালক বছর ৪৬ এর যীশু ২০ দিন পর মঙ্গলবার দুপুরে কাজ সেরে বাড়ি ফেরে। অভিযোগ, পিন্টু বাউড়ি করঙ্গপাড়া গ্রামের চার মাথা মোড়ের কাছে গাছের তলায় বসে মদ্যপ অবস্থায় যীশুকে গালিগালাজ করে। যীশু প্রতিবাদ করেন। অভিযোগ, দু’জনের বচসার মাঝে যীশুর মাথায় লোহার রড দিয়ে মারে পিন্টু।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন যীশু। আশপাশের লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর মৃত্যু হয়। অবস্থা বেগতিক বুঝে থানায় এসে আত্মসমর্পন করে অভিযুক্ত পিন্টু বাউরী। কোকওভেন থানার পুলিশ তাকে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলে। বিচারক জামিন না মঞ্জুর করে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

