দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ অক্টোবর ২০২৩: এবার রয়্যাল এনফিল্ড নিয়ে পুজোয় টহল দেবে পুলিশ। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের একটি বেসরকারি কারখানা কর্তৃপক্ষ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হাতে ৭টি রয়্যাল এনফিল্ড তুলে দেয়। পুজোর সময় বড় গাড়ি নিয়ে ঢুকতে ভিড়ের জন্য সমস্যায় পড়তে হয় পুলিশকে। সেখানে অলি-গলিতে ঢুকতে এই রয়্যাল এনফিল্ড খুব কাজে দেবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এসিপি (দুর্গাপুর) তথাগত পান্ডের নেতৃত্বে শুরু হয়েছে টহলদারি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

রয়্যাল এনফিল্ড নিয়ে পুজোয় টহল দেবে পুলিশ
- Post published:October 18, 2023
- Post category:দুর্গাপুর