মিলল ব্যবস্থা নেওয়ার আশ্বাস
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ জুলাই ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালে রয়েছে দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন। ডিভিসির সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই পুকুরের জেরে ভয়াবহ দূষণ ছড়াচ্ছে দুর্গাপুরের গোপালমাঠ এলাকায়। এমনই অভিযোগ ভূমিরক্ষা কমিটির। ইতিমধ্যেই ডিভিসি কর্তৃপক্ষ, মহকুমা প্রশাসন ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে কমিটি সমস্যার কথা জানিয়েছে।
গত ১৮ জুলাই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সিটি সেন্টার কার্য্যালয়ে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দেয় কমিটি। ১৫ দিনের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন কমিটির নেতা ধ্রুবজ্যোতি মুখার্জি। মঙ্গলবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সিটি সেন্টার কার্য্যালয়ের ভারপ্রাপ্ত আধিকারিক অরূপ কুমার দে সহ তিন জন আধিকারিক গোপালমাঠ এলাকা পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন ভূমি রক্ষা কমিটির সদস্যরা।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
প্রায় ২ ঘন্টা ধরে তাঁরা পুরো এলাকা ঘুরে দেখেন। ডিভিসির ছাইয়ের স্তূপ, খোলা ডাম্পারে করে কী ভাবে ছাই পরিবহণ করা হচ্ছে, সব খতিয়ে দেখেন তাঁরা। গোপালমাঠে থাকা দূষণ পরিমাপক যন্ত্রের রিডিং দেখে উর্ধতন কর্তৃপক্ষকে রিপোর্ট পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পর্ষদের আধিকারিকেরা। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।