You are currently viewing Durgapur : এনআইটি’র ডিরেক্টরের বিরুদ্ধে পোস্টার পড়ল দুর্গাপুর আদালতে

Durgapur : এনআইটি’র ডিরেক্টরের বিরুদ্ধে পোস্টার পড়ল দুর্গাপুর আদালতে

দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) ডিরেক্টর অরবিন্দ চৌবের বিরুদ্ধে এমন সব গুচ্ছ অভিযোগ তুলে পোস্টার পড়ল দুর্গাপুর আদালত চত্বরে।

————————————-

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩ নভেম্বর ২০২৩: অধ্যাপকদের সঙ্গে দুর্ব্যবহার। শিক্ষাকর্মী পদে দীর্ঘদিন নিয়োগ না হওয়া। স্থায়ী রেজিস্ট্রার না থাকা। এক তরফা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। এম টেক পড়ুয়াদের স্টাইপেন্ড আটকে রাখা। অস্থায়ী কর্মীদের কাজের দিন কমিয়ে দেওয়া। পিএইচডি পড়ুয়াদের স্টাইপেন্ডের পরিমাণ কমিয়ে দেওয়া।

পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) ডিরেক্টর অরবিন্দ চৌবের বিরুদ্ধে এমন সব গুচ্ছ অভিযোগ তুলে পোস্টার পড়ল দুর্গাপুর আদালত চত্বরে। শুক্রবার আদালত খুলতেই পোস্টারগুলি নজরে আসে সবার। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ডিরেক্টর অরবিন্দ চৌবে বলেন, বাইরে কী হচ্ছে সে বিষয়ে আমার কিছু জানা নেই। তাছাড়া আমার এসব নিয়ে কিছু যায় আসে না। ভারত সরকারের নিয়ম নীতি রূপায়ণ করা আমার কাজ। সেটাই করে চলেছি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply