দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ জানুয়ারি ২০২৪: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ওইদিনই মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠা হবে। দেশের সব গ্রামে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে রামলালার প্রাণ প্রতিষ্ঠা যেন দেশের প্রত্যেকটি মানুষ দেখতে পারেন, সেই বন্দোবস্ত চলছে।
কেন্দ্রীয় মন্ত্রী ও তেলেঙ্গানার বিজেপি সভাপতি জি কিশন রেড্ডি জানিয়েছেন, দেশের কোনও গ্রামই বাদ যাবে না। প্রতিটি গ্রামেই লাইভ দেখানো হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। গোটা দুনিয়া লাইভ দেখবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। প্রসঙ্গত, রামলালার দণ্ডায়মান।মূর্তিটি কালো গ্রানাইটের তৈরি। মূর্তিটির উচ্চতা ৫১ ইঞ্চি।
বলা হচ্ছে, মন্দিরের বয়স হাজার বছর পার করার পরেও সূর্যের তাপ, বাতাস এবং জল এর কোনও ক্ষতিসাধন করতে পারবে না। প্রতি বছর চৈত্র শুক্লা নবমীতে (রাম নবমী) সূর্যের রশ্মি মূর্তির ললাটে সূর্যতিলক এঁকে দেবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#Bengali News #Rammandir