You are currently viewing দুর্গাপুরে দুর্গাপুজো কার্নিভালের প্রস্তুতি শুরু হয়ে গেল

দুর্গাপুরে দুর্গাপুজো কার্নিভালের প্রস্তুতি শুরু হয়ে গেল

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ অক্টোবর ২০২৩: কলকাতার রেড রোডের পাশাপাশি পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরেও গত বছর থেকে শুরু হয়েছে দুর্গাপুজোর কার্নিভাল। এবারেও কার্নিভাল দেখার সুযোগ পাবেন দুর্গাপুরবাসী। সেজন্য রবিবার কার্নিভালের প্রস্তুতি নিয়ে দুর্গাপুরে বৈঠক হয়।

রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘‘গত বছর কিছু ভুলের জন্য কার্নিভাল দেখতে এসে দর্শকদের কিছুটা সমস্যার মুখে পড়তে হয়েছিল। সেই সমস্যা সমাধানের জন্য এ’বছর বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কার্নিভাল দেখার জন্য দর্শকদের মন্ডপের দিকেই বসার ব্যবস্থা করা হবে।’’

এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক পন্নোবালাম এস, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা। ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত ভলেন্টিয়ার মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply