দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ জুলাই ২০২৪: কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কদাপি নয়। সমাজে মায়েদের প্রতি সন্তানের নির্মমতার বহু উদাহরণ রয়েছে চোখের সামনে। কিন্তু মা নীরবে সব সহ্য করে নেন। এবারের দুর্গাপুজোয় মায়েদের প্রতি সন্তানের নির্মমতাকে তুলে ধরে সমাজে বার্তা দিতে চাইছে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের বুদ্ধ বিহার পুজো কমিটি।
সন্তানের হাতে ক্রমাগত নিগৃহীত, লাঞ্ছিত হতে হতে একদিন সন্তানের ভালো চেয়েই হাসিমুখে গৃহ ত্যাগ করেন মা। কোনও পরিবারে দু’মুঠো অন্নের জন্য মাকে ভাগাভাগি করে নেয় সন্তানরা। অসহায় বৃদ্ধা মা লাঠি হাতে একবার এই ছেলে একবার আর এক ছেলের বাড়িতে যেতে থাকেন শাটল ককের মতো। অথচ সেই মা সন্তানকে লালন পালন করে শিক্ষিত করে তুলেছেন। সন্তানদের রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন। জীবনের শেষ লগ্নে দাঁড়িয়ে ছেলেদের এত লাঞ্ছনার পরেও মা লিখে যান ‘ইতি তোমার মা’। সেখানেই বোঝা যায় মায়ের কখনও ইতি হয় না।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এবার দুর্গাপুরের বুদ্ধ বিহার সর্বজনীন দুর্গাপুজা মন্ডপে ফুটে উঠবে সেই চিত্র। মন্ডপের চারিদিকে সমাজের বুকে দগদগে ঘা, মায়েদের উপর অত্যাচারের করুণ কাহিনী ফুটিয়ে তোলা হবে। দেওয়া হবে সচেতনতার বার্তা। তারই প্রস্তুতি শুরু হয়ে গেল সোমবার থেকে। খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর ধৃতী ব্যানার্জি জালান সহ অন্যান্যরা। এই পুজো এবার ৩৪ বছরে পা দিল। প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হবে মন্ডপ। জেলার অন্যান্য বড় পুজো গুলির মধ্যে জায়গা করে নেবে বলে আশাবাদী উদ্যোক্তারা। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।