দুর্গাপুর: গত কয়েক বছর দ্বাদশীর দিন দুর্গাপুজোর কার্নিভাল ঘিরে বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে রাজ্যবাসীর মধ্যে। দুর্গাপুরও তার ব্যতিক্রম নয়। আগামী ১৪ অক্টোবর দ্বাদশীর দিন দুর্গাপুরের মহিলা কলেজ সংলগ্ন রাস্তায় অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় বর্ষের এই কার্নিভাল। কার্নিভালের প্রস্তুতি নিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করা হয় দুর্গাপুর নগর নিগম হলে।
উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পন্নামবলাম এস, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা, প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসনের আধিকারিকরা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে রাজ্য সরকার। ছোট বড় সমস্ত পুজো কমিটি অংশ নিতে পারবে কার্নিভালে। ইতিমধ্যেই আবেদন করতে শুরু করেছে পুজো কমিটিগুলি। দর্শকদের যাতে সমস্যা না হয় সেজন্য বাড়তি নজরদারি চালাবে পুলিশ। স্বেচ্ছাসেবকেরাও থাকবেন।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।