দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ জুলাই ২০২৪: চারিদিকে ধু ধু মরুভূমি। দূরে দেখা যায় মরীচিকা। তারই মাঝে জীবন কাটে রাজস্থানের মানুষের। আর সেই চিত্রই এবার ফুটে উঠতে চলেছে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের একটি পুজো মণ্ডপে। সিটি সেন্টারের ঊর্বশী সর্বজনীন দুর্গাপুজো কমিটি প্রতিবছরই থিমে অভিনবত্ব এনে চমক দিয়ে মানুষের মন জয় করে নেয়। এবারেও তার ব্যতিক্রম হবে না।
এবার ‘এক টুকরো রাজস্থান’ থিম ফুটিয়ে তুলতে উদ্যোগী হয়েছেন ঊর্বশী সর্বজনীন পুজো কমিটি। রবিবার খুঁটি পুজো করে শুরু হল তারই প্রস্তুতি। উদ্যোক্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্টজনেরা।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
উদ্যোক্তাদের তরফে শ্যামল গাঙ্গুলী বলেন, “ঊর্বশী সর্বজনীন প্রতিবছরই শিল্পাঞ্চল দুর্গাপুরের মানুষের কাছে অভিনব কিছু তুলে ধরতে চায়। এবারেও একেবারে ভিন্ন ভাবনায় এক টুকরো রাজস্থান ফুটিয়ে তোলা হবে। রাজস্থানের মানুষের জীবন জীবিকা কতটা দুর্বিষহ, মরুভূমির মাঝেও কী ভাবে উটের পিঠে চেপে যাতায়াত করতে হয় তা দেখা যাবে। সেখানকার ঐতিহ্য, সংস্কৃতি সবই ফুটিয়ে তোলা হবে।” এবারেও জেলার সেরা পুজোর তালিকায় তাঁদের পুজো জায়গা করে নেবে বলে তিনি আশাবাদী। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।