দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ জুলাই ২০২৪: একুশে জুলাই শহিদ দিবস কর্মসূচী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের আমরাই ধৰ্মরাজ মন্দির প্রাঙ্গনে একটি পথসভার আয়োজন করা হয়। কিভাবে দলের কর্মী সমর্থকেরা সেদিন কলকাতায় যাবেন, কার কোনও অসুবিধা হলে কার সঙ্গে যোগাযোগ করবেন সে বিষয়ে দলীয় কর্মী, সমর্থদের অবহিত করা হয়।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর ববিতা মুখার্জী, ওয়ার্ড সভাপতি হীরালাল সাহা, ১২নং ওয়ার্ড তৃণমূলের নেতা বীরেন বন্দোপাধ্যায়, ওয়ার্ডের চেয়ারম্যান সেখ শাহাবুদ্দিন, ২নং ব্লক যুব সভাপতি রাজু সিং, জেলা নেতৃত্ব দেবাশিস আচার্য, পশ্চিম বর্ধমান জেলা নমঃশুদ্র উদ্বাস্তু সেলের সভাপতি মৈনাক সাহা রায়, ১২নং ওয়ার্ড যুব সভাপতি উজ্জ্বল মুখার্জী, শ্রমিক নেতা সেখ আমিনুর রহমান ও সমাজসেবী সুশান্ত মুখার্জী, সেখ আজিমুদ্দিন, সেখ আতাহার, সেখ মানিক, সেখ আইনুল হক, অমিয় মুখার্জী, ১২নং ওয়ার্ড ছাত্র পরিষদের সভাপতি সেখ মিনহাজ প্রমুখ। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।