দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ জুলাই ২০২৪: ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির আবেদন এনিমিয়া রোধ করো, থ্যালাসেমিয়া দূর করো। সেই আবেদনে সাড়া দিয়ে সোমবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে এনিমিয়া ও থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি ও অখিল ভারতীয় মাড়োয়ারি মহিলা সম্মেলন, সগড়ভাঙ্গা শাখার উদ্যোগে এবং দুর্গাপুর থ্যালাসেমিয়া সোসাইটির সহযোগিতায় সগড়ভাঙ্গা হিন্দি হাই স্কুলে এনিমিয়া ও থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ মোট ৭৮ জন রক্ত পরীক্ষায় সামিল হয়েছিলেন। আসানসোল জেলা হাসপাতাল থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট রক্তের নমুনা সংগ্রহ করে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
শিবির শুরুর আগে এই দুটি রোগ নির্মূলের প্রয়োজনীয়তার বিষয়ে সচেতনতার পাঠ দেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব রাজেশ পালিত। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা নম্রতা সিনহা, মাড়োয়ারি মহিলা সম্মেলনের সংগঠক সরিতা মেহেরিয়া, সমাজসেবী রঞ্জন ব্যানার্জী ও সৌমেন চক্রবর্তী। দুর্গাপুর মহকুমা ভলান্টারীিব্লাড ডোনার্স ফোরামের আপনজন শাখার স্বেচ্ছাসেবী বন্ধুরা শিবির পরিচালনায় সাহায্য করেন। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।