দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩ আগস্ট ২০২৪: পশ্চিমবঙ্গের জন্য বড় খবর। খড়গপুর-মোরগ্রাম হাইস্পিড করিডরের অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪ লেন বিশিষ্ট ২৩১ কিমি দীর্ঘ খড়গপুর – মোরগ্রাম ন্যাশনাল হাইস্পিড করিডর বানাতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১০,২৪৭ কোটি টাকা। এই করিডর নির্মাণের ফলে খড়গপুর ও মোরগ্রামের মধ্যে ২৬১ কিমির দূরত্ব কমে দাঁড়াবে ২৩১ কিমিতে।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ভারী যানবাহন চলাচলে এখন যেখানে ৯-১০ ঘণ্টা লাগে তখন তা কমে ৩-৫ ঘণ্টায় দাঁড়াবে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান সহ মোট ৬ টি জেলার যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত হবে। সময় কম লাগায় পণ্যবাহী ট্রাক দ্রুত গন্তব্যে পৌঁছাবে। এর ফলে রাস্তায় কাঁচা সামগ্রী নষ্ট হওয়ার সম্ভাবনা কমবে। কম তেল পুড়বে। ফলে যাতায়াতের খরচ বাঁচবে। সব মিলিয়ে পণ্যের দাম কমায় লাভবান হবেন সাধারণ মানুষ। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।