আছেন রেলমন্ত্রী, এবার বালেশ্বরে যাচ্ছেন প্রধানমন্ত্রীও

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩ জুন ২০২৩: ওড়িশার বালেশ্বরে (Balsore) শুক্রবার বিকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Accident)। শনিবার দুর্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সকালে পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ (Ashwini Vaishnaw)। তিনি উদ্ধারকাজের তদারকি করছেন।
প্রধানমন্ত্রী সেখানে পৌঁছে রেলের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন। তারপর কটক হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করবেন তিনি। দুর্ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এখন পর্যন্ত প্রায় ২৪০জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছেন ৬০০ এর বেশি যাত্রী। রেলের তরফে কটক, কলকাতা, ভুবনেশ্বরে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। #trainaccidentatbalasore