পানাগড় অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পানাগড় অমৃত ভারত স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুর শিল্পাঞ্চলের মতো পানাগড়ে রয়েছে বিভিন্ন শিল্পতালুক। এছাড়া সেনা ছাউনি, বায়ু সেনা ছাউনি রয়েছে। বহু মানুষের যাতায়াত পানাগড় স্টেশন দিয়ে। এই প্রকল্পের আওতায় স্টেশনগুলিতে আধুনিক পরিকাঠামো, উন্নত যাত্রী সুবিধা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং স্থানীয় সংস্কৃতির প্রতিফলন ঘটানো হচ্ছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
পানাগড় শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্টেশন যা পূর্ব রেলের অধীনে রয়েছে। অমৃত ভারত প্রকল্পের আওতায় পানাগড় স্টেশনে আধুনিক টিকিট কাউন্টার, প্রতীক্ষাগার, পরিচ্ছন্ন শৌচাগার এবং উন্নত প্ল্যাটফর্মের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, যাত্রীদের সুবিধার জন্য ওয়াই-ফাই, ডিজিটাল তথ্য প্রদর্শনী বোর্ড এবং লিফট ও এসকালেটরের মতো আধুনিক সুবিধা যুক্ত করা হয়েছে। স্টেশনের সৌন্দর্যায়নের জন্য স্থানীয় শিল্প ও সংস্কৃতির প্রতিফলন ঘটানো হয়েছে, যা পানাগড়ের ঐতিহ্যকে তুলে ধরবে। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

