দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ ফেব্রুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি) ৯৬কোটি ২২লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ‘উৎকর্ষ ভবন’ এবং একটি অডিয়োরিয়ামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১১ তলার উৎকর্ষ ভবনে উন্নতমানের কেন্দ্রীয় গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। অডিটোরিয়ামের আসন সংখ্যা ১৫০০।
এদিন জম্মু থেকে এই দুই প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এনআইটিতে উপস্থিত ছিলেন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, ডিরেক্টর অরবিন্দ চৌবে প্রমুখ। সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে হাজার হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন। দুর্গাপুরের এনআইটিতে অত্যাধুনিক কেন্দ্রীয় গবেষণা কেন্দ্র ও অডিটোরিয়াম গড়ে ওঠায় গবেষণা সহ অনেক সুবিধা হবে।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।