দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি ২০২৪: সোমবার অমৃত ভারত প্রকল্পে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন স্টেশনের উন্নয়ন প্রকল্পের কাজের ভার্চুয়ালি শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের সাতটি স্টেশন ডুমকা, বাসুকীনাথ, দেওঘর, শঙ্করপুর, বিদ্যাসাগর, জামতাড়া, পানাগড় স্টেশনের উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করা হবে।
এছাড়া, দক্ষিণ পূর্ব রেলের ২২টি স্টেশন, যেমন আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, খড়গপুর, মেচেদা, উলুবেড়িয়া, আন্দুল, পাঁশকুড়া , দিঘা, হলদিয়া প্রভৃতি স্টেশনের কাজের সূচনা হবে এদিন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now