দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ ফেব্রুয়ারি ২০২৪: মঙ্গলবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি) উৎকর্ষ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে একটি প্রেক্ষাগৃহেরও উদ্বোধন করবেন তিনি।
এনআইটিতে প্রায় ৯৬ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে দুটি শীততাপ নিয়ন্ত্রিত ভবন নির্মাণ করা হয়েছে। তার একটি হল উৎকর্ষ ভবন। বহুতল এই ভবনে কেন্দ্রীয় গবেষণাগার গড়ে তোলা হয়েছে। আর একটি ভবনে রয়েছে ১৫০০ আসনের প্রেক্ষাগৃহ। ২০ ফেব্রুয়ারি এই ভবনদুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন এনআইটির ডিরেক্টর অরবিন্দ চৌবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now