দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ‘ডার্বি বাতিল করলে কর, জাস্টিস ফর আরজি কর’। রবিবার মিছিল হল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরেও। হাতে হাত মিলিয়ে প্রতিবাদে নামল লাল হলুদ ও সবুজ মেরুন। চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগানের একসঙ্গে প্রতিবাদ মিছিল দেখে পা মেলালেন শহরের দুই দলের সমর্থকরা। শনিবারই ডুরান্ড কাপ বাতিলের সিদ্ধান্ত জানায় প্রশাসন। রবিবার ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে মিছিল করলেন।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
রবিবার বিকেলে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করে প্রতিবাদ মিছিলটি। প্রতিবাদ মিছিলে সামিল হয়ে সুকান্ত চক্রবর্তী বলেন, “ডার্বি বাতিল করেছে প্রশাসন। সেটাও ঠিক আছে। কিন্তু আরজি করের ঘটনার বিচার চাই আমরা। ডার্বি বাঙালির আবেগ। ইস্টবেঙ্গল আর মোহনবাগানের আলাদা উচ্ছ্বাস থাকে। তা থেকে বঞ্চিত করেছে প্রশাসন। ডার্বি আবার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ারও পরিকল্পনা চলছে। কিন্তু এখন আমরা চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল আর মোহনবাগানের সমর্থকরা একসাথে নেমেছি রাস্তায়। আরজি করের বিচারের দাবিতে আমাদের আন্দোলন চলবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।