শতকন্ঠে সলিল স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হল দুর্গাপুরে

শতকন্ঠে সলিল স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হল দুর্গাপুরে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও সুরকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ পালিত হচ্ছে দেশ জুড়ে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে গত ১৭ মে সন্ধ্যায় আয়োজিত হয় ‘শতকন্ঠে সলিল স্মরণ’ শীর্ষক অনুষ্ঠান। ‘সঙ্গীতম’ সঙ্গীত সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু থেকে পূর্ণবয়স্ক শিল্পীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে অনুষ্ঠান পরিবেশিত হয়। সব মিলিয়ে শতাধিক কণ্ঠশিল্পী অংশগ্রহণ করেন।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

শুভম হালদার, সুমিতা রাহুত, অর্ণব চ্যাটার্জী, মধুমিতা মিত্র, সুব্রত মুখার্জি,পঙ্কজ শ্রীবাস্তব, সোমা ঘোষাল প্রমুখ শিল্পীরা একক সঙ্গীত পরিবেশন করেন। শুরুতে ৪০ জন শিশু ও কিশোর বয়সী শিল্পী সমবেত সঙ্গীত পরিবেশন করে। এরপর মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন সঙ্গীতম এর কর্ণধার বিমল মিত্র, সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, গৌতম দত্ত, সমাজসেবী সুদেব রায় প্রমুখ। সবথেকে নজর কেড়েছিল, তিনটি গ্যালারিতে উপবিষ্ট প্রায় ১০০ জন কণ্ঠশিল্পীর সম্মেলক সঙ্গীত পরিবেশনা।  সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিতা চৌধুরী, দেবদাস সেন, সজল দাশগুপ্ত এবং রঞ্জিত কুমার। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
শতকন্ঠে সলিল স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হল দুর্গাপুরে
News
শতকন্ঠে সলিল স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হল দুর্গাপুরে
:
ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও সুরকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ পালিত হচ্ছে দেশ জুড়ে। দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে গত ১৭ মে সন্ধ্যায় আয়োজিত হয় 'শতকন্ঠে সলিল স্মরণ' শীর্ষক অনুষ্ঠান। 
Published By
Publisher
Durgapur Darpan
Publisher Logo
error: Content is protected !!