মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলেন দুর্গাপুরের বিশিষ্ট দম্পতি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করার বিষয়টি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি কর্নিয়া সংগ্রহে প্রথম স্থানে রয়েছে শ্রীরামপুর। তবে দ্বিতীয় স্থানটি দখল করে রেখেছে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর। রবিবার মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলেন দুর্গাপুরের সিটি সেন্টারের এক বিশিষ্ট দম্পতি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
মিশন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং ডা. বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য ও তাঁর স্ত্রী তপতী ভট্টাচার্য রবিবার অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন। তাঁরা জানান, মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে অন্যের দৃষ্টি ফেরানো সম্ভব। সবাইকে এই বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটির তরফে তাঁদের হাতে কার্ড তুলে দেওয়া হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

