‘রাস’ সিনেমার প্রমোশনে উদ্বেল দুর্গাপুর মহিলা কলেজের ছাত্রীরা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর মহিলা কলেজে ‘রাস’ (Raas) সিনেমার প্রমোশনের আয়োজন করা হয়। ছবিটি ৬ জুন সিনেমা হলে মুক্তি পাবে। ছবির প্রধান অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, অভিনেত্রী দেবলীনা কুমার, সঙ্গীত পরিচালক মনোজ মুরলী নায়ার সহ ছবির পুরো দল এদিন ছবির প্রচারে দুর্গাপুর মহিলা কলেজে আসেন। ছাত্রীদের নিয়ে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মহানন্দা কাঞ্জিলাল।
ছবির অভিনেতা-অভিনেত্রীরা কলেজের ছাত্রীদের ছবির ‘চেনা ঘর’ গানটি গেয়ে শোনান। এই ছবিতে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় সোমনাথের চরিত্রে অভিনয় করেছেন, যিনি শৈশবে তাঁর গ্রাম মানিকপুর থেকে কলকাতায় চলে গিয়েছিলেন। প্রায় ১৮ বছর পর যখন তিনি মানিকপুর গ্রামে ফিরে আসেন, তখন তিনি গ্রামের স্কুল শিক্ষিকা রাইয়ের প্রেমে পড়েন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ছবির গল্পে শহর থেকে গ্রামে ফিরে আসা এক যুবকের প্রেমের গল্প দেখানো হয়েছে। ছবির প্রচারণার জন্য আসা অভিনেতা-অভিনেত্রীকে এক ঝলক দেখার জন্য ছাত্রীরা খুবই উৎসাহিত ছিলেন। ছবির অভিনেতা-অভিনেত্রীরা শিল্পনগরী দুর্গাপুরের অনেক প্রশংসা করেন এবং কলেজের ছাত্রীদের সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার জন্য আবেদন করেন। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

