অন্ডাল: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম রয়েছে। এমন অভিযোগ তুলে সোমবার অন্ডালের বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে আবাসের তালিকায় নাম যাচাই করার কাজ শুরু হয়েছে। অন্ডালের খান্দ্রা এবং উখরা গ্রাম পঞ্চায়েত এলাকায় যাচাইয়ের কাজ চলছে। বিজেপির নেতৃত্বে দুই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা সোমবার আচমকা অন্ডাল বিডিও অফিস ঘেরাও করেন।
অভিযোগ, যাদের পাকা বাড়ি রয়েছে, যারা চাকরি করছে, তাদের আবাসের তালিকায় নাম এসেছে। অথচ যারা পাওয়ার যোগ্য তাদের নাম নেই। খান্দ্রা গ্রাম পঞ্চায়েত ও উখড়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনেছেন তাঁরা। বিক্ষোভকারী দিপু বাগদি অভিযোগ করেন, “অনেকে চাকরি করেন। একতলা, দোতলা বাড়ি রয়েছে। তাদেরই নাম এসেছে আবাসের তালিকায়। এই অন্যায় মানা হবে না। বাড়ি না দিলে আন্দোলন চলবে।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
আসানসোল সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক ত্রিদীপ চক্রবর্তী অভিযোগ তুলে বলেন, “কাটমানি নিয়ে অযোগ্যদের বাড়ি পাইয়ে দিচ্ছে তৃণমূল। আমরা এর তীব্র বিরোধিতা করছি। জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “কোথাও কোনও সমস্যার সৃষ্টি হলে প্রশাসন তৎপরতার সাথে কাজ করে। বিরোধীরা শুধুই অপপ্রচার করে। এখানেও নিশ্চয়ই সঠিক ব্যবস্থা নেবে প্রশাসন।” অন্ডালের বিডিও দেবাঞ্জন দত্ত বলেন, “আমরা একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।