দুর্গাপুর দর্পণ, ১ জুলাই ২০২৪: সোমবার থেকে ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধির (IPC) পরিবর্তে দেশজুড়ে কার্যকর হয়েছে নতুন তিন আইন – ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। নতুন তিন আইনের প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচী করছে তৃণমূল ও আইনজীবীদের একাংশ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে এই আইনের বিরোধিতা করে দুর্গাপুর আদালতের সামনে অবস্থান বিক্ষোভ এবং মৌন মিছিল করে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন। বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই, আইনজীবী কল্লোল ঘোষ সহ বহু আইনজীবী উপস্থিত ছিলেন। দেবব্রত সাই বলেন, “এই নয়া আইনের ফলে সাধারণ মানুষকে চরম সমস্যায় পড়তে হবে। আমরা তারই বিরোধিতা করছি। রাজ্য বার অ্যাসোসিয়েশনের নির্দেশে আমরা পথে নেমেছি।”
Bharatiya Nyaya Sanhita: নতুন আইনে দিল্লিতে হল প্রথম FIR, বিদায় IPC, চালু হল ভারতীয় ন্যায় সংহিতা
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।