Breaking News. প্রসূতির মৃত্যু ঘিরে ধুন্ধুমার দুর্গাপুর মহকুমা হাসপাতালে

Breaking News. প্রসূতির মৃত্যু ঘিরে ধুন্ধুমার দুর্গাপুর মহকুমা হাসপাতালে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রসূতির মৃত্যু ঘিরে ধুন্ধুমার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর মহকুমা হাসপাতালে। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশবাহিনী এবং কমব্যাট ফোর্স এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত প্রসূতির নাম লক্ষ্মী মুর্মু (২২)। কাঁকসার বিদবিহারের সন্ধিপুরের বাসিন্দা।

পরিবারের অভিযোগ, প্রসব যন্ত্রণা নিয়ে লক্ষ্মীকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বুধবার লক্ষ্মী সন্তানের জন্ম দেয়। রাতে পেটে যন্ত্রণা শুরু হয়। তাকে ইনজেকশন দেওয়া হয়। অভিযোগ, এর পরেই লক্ষ্মীর শারীরিক অবস্থার অবনতি হয়। মৃত্যু হয় লক্ষ্মীর। ইনজেকশনের জেরেই মৃত্যু হয়েছে লক্ষ্মীর, এমন অভিযোগ তুলে চিকিৎসকের শাস্তি দাবি করে বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ শুরু করে দেন আত্মীয় পরিজনেরা।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

লক্ষ্মীর বাবা রূপচাঁদ হেমব্রম বলেন, “বুধবার গভীর রাতে আমার মেয়েকে একটি ইনজেকশন দেওয়া হয়। তারপরেই কাঁপুনি শুরু হয়। কিছুক্ষণ পরে মেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মেয়ের মৃত্যুর পরেও সেই খবর আমাদের জানানো হয়নি। সকালে এসে আমরা জানতে পারি। আমরা বিচার চাইছি।” দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা. ধীমান মন্ডল বলেন, “প্রসূতির মৃত্যু দুঃখজনক ঘটনা। মৃত্যুর আসল কারণ জানা যায়নি। তদন্ত কমিটি গঠন করা হবে।”

সঠিক তদন্ত না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার। হাসপাতালে দাঁড়িয়ে তিনি বলেন, “ইনজেকশন দেওয়ার পরই কাঁপুনি শুরু হয়েছিল লক্ষ্মী সহ আরও কিছু প্রসূতির। লক্ষ্মীর মৃত্যু হয়। আমরা সুপারের কাছে এবং পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। সুপার আশ্বাস দিয়েছেন তদন্ত কমিটি গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করার। দ্রুত মৃত্যুর কারণ জানাতে হবে। অন্যথায় আমরা আদালতের দ্বারস্থ হব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

আরও খবর: কাশ্মীরে জঙ্গী হানায় মৃত বিতানের দুর্গাপুরের পাড়ায় শোকের ছায়া

Highlight
Breaking News. প্রসূতির মৃত্যু ঘিরে ধুন্ধুমার দুর্গাপুর মহকুমা হাসপাতালে
News
Breaking News. প্রসূতির মৃত্যু ঘিরে ধুন্ধুমার দুর্গাপুর মহকুমা হাসপাতালে
:
পরিস্থিতি সামাল দিতে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশবাহিনী এবং কমব্যাট ফোর্স এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত প্রসূতির নাম লক্ষ্মী মুর্মু (২২)। কাঁকসার বিদবিহারের সন্ধিপুরের বাসিন্দা।
Published By
Publisher
Durgapur Darpan
Publisher Logo
error: Content is protected !!