দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ এপ্রিল ২০২৪: সোমবার সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে ফুলঝোড় মোড়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। এমএএমসি টাউনশিপে প্রাতঃভ্রমণ সেরে ফুলঝোড় মোড়ে চায়ে পে চর্চায় যোগ দেন। তখন কয়েকজন এসে জয় বাংলা, দিলীপ ঘোষ দূর হটো স্লোগান দিতে থাকেন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
এরপরেই বিজেপি কর্মীরা সটান চলে যান থানায়। জোর করে ভিতরে ঢুকে পড়েন কয়েকজন। ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। বিজেপির রাজ্য যুব মোর্চার সদস্য পারিজাত গঙ্গোপাধ্যায় সাফ জানান, তাঁদের কর্মীদের আক্রমণ করছে তৃণমূলের গুন্ডাবাহিনী। আর, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। পুলিশের কোনও ভূমিকা নেই। তৃণমূলের বক্তব্য, তাদের কেউ বিজেপিকে আক্রমণ করেনি। দিলীপ ঘোষের সামনে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানাতে গিয়েছিলেন কয়েকজন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
#2024loksabhaelection #tmc #bjp #dilipghosh #dilipghoshgoback