দুর্গাপুর দর্পণ, ২৯ জুন ২০২৪: নাকের মাংসপিন্ড অস্ত্রোপচার করতে গিয়ে মৃত্যু কিশোরের! পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের বেসরকারি হাসপাতালে ক্ষোভে ফেটে পড়লেন মৃতের পরিজনেরা। ১৭ জুন নাকের ভিতরের মাংসপিণ্ড অস্ত্রোপচারের জন্য রাঁচি কলোনির কিশোর সোম রুইদাসকে (১৪) দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অষ্টম শ্রেণীর পড়ুয়া সোম রুইদাসের অস্ত্রোপচার করা হয়। এরপরেই সে কোমায় চলে যায়। তারপর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রাখা হয় তাঁকে। শনিবার সকাল ১১ টা ৪০ নাগাদ হাপাতালের তরফ থেকে পরিবারকে জানানো হয়, সোম রুইদাসের মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়েই হাসপাতালে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন পরিবার-পরিজন এবং এলাকাবাসী। সবার অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে, ভুল অস্ত্রোপচারের জেরে মৃত্যু হয়েছে সোমের। হাসপাতালের সামনে শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে পুলিশ চলে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা হয়। ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। বিক্ষোভকারীদের দাবি, অস্ত্রোপচার ঠিকভাবে না হওয়াতেই সোমের এই মর্মান্তিক পরিণতি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং যে চিকিৎসক অস্ত্রোপচার করেছেন তারি বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় তাঁরা হাসপাতাল থেকে কিছুতেই যাবেন না।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
সোম রুইদাসের গৃহ শিক্ষক সুব্রত পানের অভিযোগ, “নাকের ভিতর মাংসপিণ্ড জমে ছিল সোমের। তাই দুর্গাপুরের সিটি সেন্টারের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেই দিনই অস্ত্রোপচার করা হয়। তারপর থেকেই কোমায় চলে যায় সোম। আজ হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, সোমের মৃত্যু হয়েছে। এই হাসপাতালে ভুল চিকিৎসার জন্যই বারে বারে এই ধরনের ঘটনা ঘটছে। ওই চিকিৎসকের শাস্তির দাবি করছি।” অভিযোগ স্বীকার করে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অনুপ পুরকায়স্থ বলেন, “আমরা অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অপারেশন টেবিলে সোমকে ঢোকানোর সঙ্গে সঙ্গে তার প্যানিক অ্যাটাক হয়। যা কার্ডিয়াক অ্যারেস্টের দিকে নিয়ে যায়। তাঁকে চিকিৎসা করে সুস্থ করে তুলে তারপরে অস্ত্রোপচার করা হয়। কিন্তু তারপরে কিছু জটিলতা দেখা দেয়। বিশেষ করে মস্তিস্কে অক্সিজেন সরবরাহ কমে যায়। মেডিক্যাল বোর্ড গড়ে চিকিৎসা করিয়েও তাকে আর সুস্থ করে তোলা যায়নি, এমনটাই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
প্রায় ১৯ লক্ষ টাকার অভিনব প্রতারণা, ওড়িশা থেকে দম্পতিকে উঠিয়ে নিয়ে এল কাঁকসা থানার পুলিশ
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।