দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ জুলাই ২০২৪: শুক্রবার দুপুরে এক মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় এক যুবকের। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের খয়রাশোল এলাকায়। রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি জিতেন্দ্র মাহাতো (৪০)। সেই সময় একটি ট্রাক্টরের পিছনের চাকা খুলে যায়। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের উপরে উল্টে যায়। গুরুতর জখম হন বাইক আরোহী। আশপাশের বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কোক ওভেন থানার সঞ্জীব সরণীর ভগৎপল্লীর বাসিন্দা জিতেন্দ্র একটি বেসরকারি ইস্পাত কারখানার কর্মী ছিলেন। শনিবার ক্ষতিপূরণের দাবিতে ওই কারখানায় দেহ রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসী। বিক্ষোভে সামিল হন বিজেপি ও তৃণমূল নেতৃত্ব। পরিবার-পরিজন এবং সহকর্মীদের অভিযোগ, ক্ষতিপূরণ দিতে চাইছেন না কারখানা কর্তৃপক্ষ। তাই এই বিক্ষোভ। বিক্ষোভকারী শেখ জাহির অভিযোগ তোলেন, ১৩ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চাইতে গেলে মাত্র ২ লক্ষ টাকা দেওয়ার কথা জানাচ্ছেন কারখানা কর্তৃপক্ষ। তাই আমরা বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছি। যতক্ষণ না ক্ষতিপূরণ দেওয়া হবে, আমরা আন্দোলন চালিয়ে যাব।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বিক্ষোভে শামিল হয়ে বর্ধমান দুর্গাপুরের বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “জিতেন্দ্র খুব ভালো ছেলে ছিল। এলাকায় নানা সমাজসেবার কাজ করত। কারখানায় দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সরকারের ঠিক করে দেওয়া ১৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে চাইছে না। আমরা শেষ দেখে ছাড়ব।” ওই কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক বিষ্টু পাল বলেন, “আমরা একাধিক বার বলেছি কারখানা কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। কিন্তু আমাদের দাবিও মানছেন না কারখানা কর্তৃপক্ষ। জেলা নেতৃত্বকে আমরা ইতিমধ্যেই বিষয়টি জানিয়েছি। যতক্ষণ না পর্যন্ত দাবি পূরণ হচ্ছে আমাদের আন্দোলন চলবে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।