Durgapur: পেট্রলে মিশেছে জল, পাম্প থেকে বেরোতেই বিকল গাড়ি, বিক্ষোভ পাম্পে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ আগস্ট ২০২৩: পেট্রলে মিশেছে জল। পাম্প থেকে বেরোতেই বিকল গাড়ি। গ্রাহকরা বিক্ষোভ দেখালেন পাম্পে। ক্ষতিপূরণের আশ্বাস দিলেন পাম্প কর্তৃপক্ষ। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের গান্ধী মোড়ের একটি পাম্পের ঘটনা। কীভাবে জল মিশল তা খতিয়ে দেখছেন পাম্প কর্তৃপক্ষ।
সকালে পাম্পে তেল নিয়ে কিছুটা যেতেই বিকল হয়ে পড়ে গাড়ির ইঞ্জিন। শোরুমে গিয়ে জানা যায়, তেলের সঙ্গে জল রয়েছে। এরপরেই গ্রাহকেরা সেই তেল বোতলে ভরে নিয়ে এসে পাম্পে বিক্ষোভ দেখাতে থাকেন। বোতলের নীচে কিছুটা জল। উপরে বাকিটা তেল। বেগতিক দেখে তেল বিক্রি বন্ধ করে দেন পাম্প কর্তৃপক্ষ। গ্রাহকদের সাধ্যমতো ক্ষতিপূরণের আশ্বাসও দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।