লাউদোহা: পুজোর মুখে দুঃসাহসিক চুরি। পথ অবরোধ করে বিক্ষোভ ফরিদপুর (লাউদোহা) থানার বালিজুড়িতে। বাড়ি তালাবন্ধ করে শুক্রবার বাইরে গিয়েছিলেন ইসিএলের কর্মী দীনেশ মুখোপাধ্যায়। রবিবার বাড়ি ফিরে দেখেন তালা ভাঙা। আলমারি ভেঙে দুষ্কৃতীরা নগদ প্রায় ৫৫ হাজার টাকা ও ২ ভরি সোনার গয়না নিয়ে পালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পুজোর আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, বার বার চুরি হচ্ছে এলাকায়। কিন্তু পুলিশ কিনারা করতে পারছে না। বিক্ষোভ হঠাতে গেলে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা হয় গ্রামবাসীদের। দীনেশ মুখোপাধ্যায় বলেন, “বাড়ি তালা বন্ধ করে বাইরে গিয়েছিলাম। রবিবার বাড়ি ফিরে দেখি এই কান্ড। চরম আতঙ্কের মধ্যে রয়েছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।