দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: নারী নিগ্রহ বিরোধী দুর্গাপুর নাগরিক কমিটির পক্ষ থেকে রবিবার সন্ধ্যা ৭ টায় আর জি করের তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবিতে ‘রাত জাগবো অভয়া-র সাথে’ কর্মসূচী নেওয়া হয়। বেনাচিতির ভিরিঙ্গি স্কুলের সামনে সমবেত হয়ে প্রতিবাদ মিছিল বেনাচিতির রাস্তা পরিক্রমা করে প্রান্তিকায় গিয়ে শেষ হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এরপর সেখানে শুরু হয় অবস্থান বিক্ষোভ। অংশগ্রহণ করেন এলাকার মহিলারা, ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন পেশার মানুষজন। বক্তব্য রাখেন চিকিৎসক, আইনজীবী, শিক্ষক, অধ্যাপক সহ বহু মানুষ। চিকিৎসক গোবিন্দ মন্ডল, নার্সিং টিউটর শুভশ্রী দাস, ছাত্রী রচনা ঘোষ, অভিভাবক কবিতা ভট্টাচার্য এবং নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক রাখী জৈন শিপানী, ইতি বসু দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।